আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মা থেকে বালাগঞ্জ উপজেলা সদর বোয়ালজুড় ও পূর্ব পৈলনপুর ও তার আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ পর বালাগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন। এসময় তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন একজন নির্লোভ নিরহংকারী মানুষ, তার ধ্যানে-জ্ঞানে মিশে আছে মানুষের সেবা করা। ছাত্রজীবন থেকেই তিনি মানুষকে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেন। প্রবাস জীবনেও মানুষের অধিকার আদায়ের জন্য তিনি লেখালেখি রাজনীতি করছেন। তিনি বলেন, সিলেট ৩ নির্বাচনী এলাকাটি শহরের একদম কাছের হওয়ার পরও এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে নানাভাবে বঞ্চিত রয়েছে। যোগ্য নেতৃত্ব ও সঠকি প্লানিংয়ের অভাবে এই এলাকাটি উন্নয়ন বঞ্চিত। ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন উন্নত দেশে লেখাপড়া ও রাজনীতি করার ফলে তার চিন্তাধারাও অনেক উন্নত, আমরা আশাকরি তার মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি বিএনপির প্রার্থী হয়ে আসবে। তবেই এই এলাকার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, সাংবাদিক আব্দুস শহীদ, বিল্লাল আহমদ, করিম মিয়া, বাবুল মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ।