বালতির পানিতে শিশুর মৃত্যু – Bhorer Kagoj

বালতির পানিতে শিশুর মৃত্যু – Bhorer Kagoj

বালতির পানিতে শিশুর মৃত্যু – Bhorer Kagoj

খাগড়াছড়ি জেলার পানছড়িতে এক বছরের কন্যা শিশু বালতির পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত শিশু জান্নাতুল মাওয়া (১) পানছড়ি বাজার সংলগ্ন তালুকদার পাড়ার মো. সেলিমের কন্যা।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মৃতের মা জাহেদা আক্তার ছোট বোন রোকেয়া বেগমের বাড়ি পাইলট ফার্ম সেলাই কাজ করতে যায়। সেখানে শিশু জান্নাত পাশে বসেই খেলা করছিলে। এক সময় ঘরের সামনে চালের পানি পড়ার স্থানে বালতির পানিতে খেলা করছিলো। খেলা খেলতে খেলতে বালতির পানিতে মাথা উপুর হয়ে পরে গেলে পরিবারের লোকজন তাৎক্ষণিক পানছড়ি হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি খুবই কষ্টকর। পারিবারিক অসচেতনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এসআর

Explore More Districts