বারি চিনাবাদাম-৮ এ নতুন সম্ভাবনা

বারি চিনাবাদাম-৮ এ নতুন সম্ভাবনা

বারি চিনাবাদাম-৮ এ নতুন সম্ভাবনা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত বারি চিনাবাদাম-৮ প্রচলিত জাতের তুলনায় দেড়গুন বেশি ফলন দিয়েছে। এ জাতের বাদাম গোপালগঞ্জের ক্ষেতে প্রতি হেক্টরে ২ টন উৎপাদিত হয়েছে। প্রচলিত জাতের বাদাম এ জেলায় হেক্টরে ৫ শ’ কেজি ফলন দিয়ে আসছে। কিন্তু বারি চিনাবাদাম-৮ চাষ করে কৃষক অধিক ফলণ পেয়ে লাভবান হচ্ছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র থেকে বীজ, সার ও পারামর্শ নিয়ে এ বছর গোপালগঞ্জ, নড়াইল,বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার কৃষকরা ৫০ একর জমিতে উচ্চ ফলনশীল বারি চিনাবাদাম-৮ এর ৫০টি প্রদর্শণী প্লল্ট করেছেন। হেক্টর প্রতি এ বাদাম ২ টন ফলন দিয়েছে। রোগবাইল সহিষ্ণু এ জাতের বাদাম চাষে সার , সেচ ও কীটনাশক কম লাগে। অল্প খরচে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হন। আমরা ৫ জেলায় এ বাদাম সহ উচ্চ ফলনশীল ফসল মনিটরিং করব। এ অঞ্চল পরিবেশ বিমুখ ও লবনাক্ত । আমারা এখানে উপযোগী ফসল করার জন্য অঙ্গীকারাবদ্ধ ।

 

এ জাতীয় আরো খবর..

Explore More Districts