বামনায় গলায় ওড়না পেঁচিয়ে পুলিশ কনস্টবলের স্ত্রীর আত্মহত্যা

বামনায় গলায় ওড়না পেঁচিয়ে পুলিশ কনস্টবলের স্ত্রীর আত্মহত্যা

২৯ January ২০২৫ Wednesday ৮:৫৩:১৭ PM

Print this E-mail this


বামনা (বরগুনা) প্রতিনিধি:

বামনায় গলায় ওড়না পেঁচিয়ে পুলিশ কনস্টবলের স্ত্রীর আত্মহত্যা

বরগুনার বামনায় মঙ্গলবার রাতে বামনা থানায় কর্মরত কনস্টেবল মোঃ কামরুল ইসলামের স্ত্রী দোলনা আক্তার(২২) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার বিবরণে জানা যায় কনস্টেবল মোঃ কামরুল ইসলামের স্ত্রী দোলনা আক্তার বামনা থানা রোডে ভাড়া বাসার নিচতলার পূর্ব পাশের্^ রুমের জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মঙ্গলবার আনুমান রাত সাড়ে ৮ টায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোলনাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

দোলনা আক্তার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পশুবুনিয়ার দৈআরী গ্রামের দুলাল হাওলাদারের কন্যা এবং বামনা থানায় কর্মরত কনস্টেবল মোঃ কামরুল ইসলাম ভোলা জেলার দুলারহাট থানার চর তোফাজ্জেল গ্রামের কয়ছার আহম্মেদের পুত্র।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার জানান কনস্টেবল কামরুল ইসলাম বামনা থানায় গত ১৩ জানুয়ারী যোগদান করে তাহার স্ত্রীকে নিয়ে থানার পার্শে¦ ভাড়া বাসায় থাকেন।

হঠাৎ মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দোলনা আক্তারের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts