বাবুগঞ্জে সরকারি খাস জমির মাটি বিক্রি ৩ লাখ টাকা জরিমানা
১৪ April ২০২৫ Monday ১০:০০:০৬ PM
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের আলী মার্কেট সংলগ্ন উত্তর রহমতপুর এলাকায় সরকারি খাস জমি কেটে ইট ভাটায় পরিবহনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১৩ এপ্রিল বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই জরিমানা আদায় করে। বরিশাল সদর উপজেলার ইছাকাঠী এলাকার ভেকু মালিক মো. ইমরান কে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)