বাবুগঞ্জে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও’র ‘উষ্ণ উপহার

বাবুগঞ্জে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও’র ‘উষ্ণ উপহার

২৬ December ২০২৫ Friday ১০:১৬:৫৬ AM

Print this E-mail this


বাবুগঞ্জে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও’র ‘উষ্ণ উপহার

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ পৌষের শুরুতেই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জেঁকে বসেছে শীত। গত দুইদিনে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।

শীতের কনকনে ঠান্ডায় কষ্ট পাওয়া গরিব, অসহায়-ছিন্নমূল শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন।

কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে। শীত বস্ত্র বিতরণকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।

একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts