২৮ জানুয়ারি ২০২৪ রবিবার ৭:২৮:৫১ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
বাবুগঞ্জ প্রতিনিধিঃ দুস্থ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে ১৪ শত পিস কম্বল বিতরণ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। রোববার দুপুর ১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে বসে দুস্থ পরিবারের মাঝে এ কম্বল বিতরন করেন তিনি। শীতবস্ত্র পেয়ে খুশি এসব শীতার্ত পরিবার।
উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল পেয়েছিলাম। আজকে ৩ শত পিস পরিবারের মাঝে বিতরন করছে। এছাড়াও আমার ৬ টি ইউনিয়নে নিজে গিয়ে প্রান্তিক শীতার্ত পরিবারের মধ্যে ১১ শত পিস কম্বল বিতরন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের একজন মানুষও শীত বস্ত্রহীন থাকবে না। সেই অনুযায়ী কাজ করছি। শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তারা কম্বল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি।
শীতবস্ত্র বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক মীর,উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আতিক প্রমুখ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |