বাবুগঞ্জে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাবুগঞ্জে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

২ October ২০২৫ Thursday ৭:৫৯:০১ PM

Print this E-mail this


বাবুগঞ্জে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জে মোনায়েম হোসেন চৌধুরী(৫০) নামের একজন শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরের ফুলকুড়ি কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাত ১০ টায় তার নিজ বাড়ীর সামনের একটি আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল গোয়েন্দা বিভাগের সিআইডি টিম। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় ধ্রমজাল সৃষ্টি হয়েছে।

শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরীর ছোট ভাই আবু সায়েম চৌধুরী বিলাপ করে বলেন , আমরা আমাদের মাথার উপরের বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। বড় ভাইকে বিকাল থেকে খুজে পাচ্ছিলাম না। আমরা সবজয়গায় খোঁজখুজি করেছি। পরে রাত ৮ টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটন শুনে ভাগিনা সান ও মুন তাকে খুঁজে পায়। পরে থানাপুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আম গাছের ডাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বড় ভাই মোনায়েম হোসেন বেশ কিছুদিন যাবৎ ডিপ্রেশনে ছিলেন। অস্বাভাবিক আচারন করতো। আমরা তাকে চিকিৎসক দেখিয়েছি। বেশ কিছুদিন যাবৎ তার ফোনে কারা যেন তাকে হুমকি দিয়ে আসছিলো। সে অজ্ঞাত ফোন পেলেই আতংঙ্কিত হয়ে পরতো। দুইদিন আগে কোন একটি এনজিও কর্মী পরিচয়ে দুইজ অপরিচিত লোক তাকে খুজঁতে বাড়িতে এসেছিলো।

এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরাতহালের জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts