বাবুগঞ্জে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে ,এ্যাড. জয়নুল আবেদীন

বাবুগঞ্জে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে   ,এ্যাড. জয়নুল আবেদীন

১২ September ২০২৫ Friday ১১:০৩:৩৫ PM

Print this E-mail this


শিক্ষকরা জাতি গড়ার কারিগর

বাবুগঞ্জে শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে   ,এ্যাড. জয়নুল আবেদীন

বাবুগঞ্জ প্রতিবেদক: বাবুগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতী গড়ার কারিগর। তাদের যথাযথ সম্মান দিতে হবে। আজকের এই আয়োজন আমাকে আনন্দিত করেছে । এই অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন প্রজন্মের কাছে শিক্ষকদের সম্মান দেওয়ার চর্চা হয়েছে। আমাদের শিক্ষকদের সম্মান সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও শিক্ষকদের সম্মানের ব্যাপারে চর্চা করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করবো। বিএনপি বর্তমানে একটি ক্রান্তিলগ্নে রয়েছে। অতিশীঘ্রই এই পরিস্থিতি কেটে যাবে। আসছে নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। শিক্ষকদের সম্মানে এত সুন্দর অনুষ্ঠান আয়জন করায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন”।

প্রাক্তন শিক্ষার্থী ও বাবুগঞ্জ যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল এ্যাড. ইউনুস আলী,সদ্য বিদায়ী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

এসময় বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এইচএম লিমন। প্রধান অতিথি এ্যাড. জয়নুল আবেদীন বিদ্যালয়ের নতুন তোরন, একটি ফুলের বাগান ও একটি লাইব্রেরী উদ্বোধন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts