বাবুগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করলো পুলিশ!

বাবুগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করলো পুলিশ!

৩০ অক্টোবর ২০২৩ সোমবার ১:০৮:১০ পূর্বাহ্ন

Print this E-mail this


বাবুগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করলো পুলিশ!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আদালতের আদেশে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করতে গিয়ে বিস্মিত হয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামে। ওই মাদক ব্যবসায়ীর ঘরের চারপাশ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য আলিশান ভবনের পিছনের রুমের প্রতিটি জানালায় রয়েছে অভিনব কায়দায় তৈরি করা আলাদা গেইট।

যখন তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালায় তখন সিসি ক্যামেরায় দেখে আলাদা গেইট থেকে পালিয়ে যায় ওই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল। তিনি বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের বাসিন্দা মাদক সম্রাট মোঃ শহীদ প্যাদা(৪৫) আলিশান বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের নির্দেশে প্রায় ৬ লক্ষ্য টাকার আসবাবপত্র ক্রোক করা হয়েছে। জানাযায়, বরিশাল জেলার বিভিন্ন থানায় ১৫ টি মাদক মামলায় পুলিশের তালিকাভুক্ত আসামী মোঃ শহিদুল প্যাদা উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল কাদের প্যাদার ছেলে। এই অঞ্চলের শীর্ষ মাদক ব্যাবসায়ী শহীদ প্যাদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহীদ প্যাদা দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন থাকলেও এসব মামলার ধার্য তারিখে তিনি গ্রেফতার এড়াতে অনুপস্থিত থাকেন।

গত ১৬ এপ্রিল বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয় শহীদ প্যাদার বিরুদ্ধে। মামলা নং-৫। ওই মামলায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মাদক ব্যবসায়ীর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন আদালত । আদালতের নির্দেশে শনিবার(২৮ অক্টোবর) শনিবার ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মালামাল জব্দ করে বাবুগঞ্জ থানা পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া

প্রার্থী ঘুরাতে চাচ্ছে জনগন,সাদিক আব্দুল্লাহ্ কে সদর আসনে এমপি হিসেবে দেখতে চায়

পটুয়াখালী-১ সদর-মির্জাগঞ্জ- দুমকি আসনের উপ-নির্বাচনে কে হবেন নৌকার মাঝি

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কক্সবাজার, এখনও বিদ্যুৎহীন, যোগাযোগ বিচ্ছিন্ন

বরিশালে বিজিবি সদস্যর ঘরে ডাকাতি, লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার ৪

Explore More Districts