বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী, ও সুধীজনদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগর শাখার আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। উপজেলা সেক্রেটার আব্দুল ছালাম মাঝি’র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সহ-সেক্রেটারী মোঃ আজিজুর রহমান অলিদ,উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার,নজরুল ইসলাম বাদশা,ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ,ছাত্রশিবিরের জেলার সাবেক সভাপতি মিজানুর,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্ট প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী, শিক্ষক, আলেম ওলামা, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব আলোচনায় বক্তারা সিয়াম সাধনার মাস রমজানকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে তাক্বওয়া অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামণায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রবাসীর স্ত্রীসহ গৌরনদীতে শিবিরের সেক্রেটারী আটক
বরিশালে বাস শ্রমিকদের অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে
বরিশাল বিএনপিতে বিভক্ত,পাল্টা পাল্টি ইফতার আয়োজন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা