বাবুগঞ্জে ফেরি ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, অর্ধলাখ টাকা

বাবুগঞ্জে ফেরি ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, অর্ধলাখ টাকা

২৭ October ২০২৪ Sunday ১২:০৭:১২ AM

Print this E-mail this


বাবুগঞ্জে ফেরি ও খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, অর্ধলাখ টাকা

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর ) দুপুরের দিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শাকিলা রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে মীরগঞ্জ ফেরিঘাটের ইজারাদার মেসার্স সিমু এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ইজারাদার মোঃ মাসুদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার দুপুরে মীরগঞ্জ ফেরিঘাট ও বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts