বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার নদীর পাশের একটি খালর পাড় থেকে মানসিক ভারসাম্যহীন ইউসুফ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর এলাকা থেকে ওই বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ইউসুফ হাওলাদার গৌরনদী উপজেলার কুড়িরচর গ্রামের মৃত ইসমাইল হাওলাদরের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের নতুনচর এলাকার নদী পাশের একটি খালের পাড়ে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নদীর পার থেকে ইউসুফ হাওলাদারের লাশ উদ্ধার করে। ইউসুফ হাওলাদার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারপারিক সুত্রে জানা যায় । বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে মানুষিক ভারসম্য হীন বলে মনে হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)