বাবুগঞ্জে ট্রাকে গরু-ছাগল রেখে পালাল চোর

বাবুগঞ্জে ট্রাকে গরু-ছাগল রেখে পালাল চোর

২০ September ২০২৫ Saturday ৭:৪১:৫৭ PM

Print this E-mail this


অনলাইন নিউজ ডেস্ক:

বাবুগঞ্জে ট্রাকে গরু-ছাগল রেখে পালাল চোর

বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে পালাচ্ছিলেন চোরচক্র। কিন্তু খালের পাড়ে ট্রাক আটকে যাওয়ায় সেটি রেখেই পালিয়ে যায় তারা। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে ট্রাকটি আটকে যায়।

তখন উপায় না দেখে চোরচক্র ইসলামপুর, জাহাপুর ও ঠাকুর মল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেয়।
ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরুচোরচক্রের কাজ। এলাকাবাসীর দাবি, সম্প্রতি জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যার ফলে গরুর খামারি ও পশুপালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে নেমেছে। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, গরু চুরির বিষয়টি আজ সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি, একটি চোরচক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোরচক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts