বাবুগঞ্জে টিচার্স ক্লাবের ভবন উদ্বোধন ও শিক্ষকদের সম্মাননা প্রদান

বাবুগঞ্জে টিচার্স ক্লাবের ভবন উদ্বোধন ও শিক্ষকদের সম্মাননা প্রদান

২ October ২০২৫ Thursday ৭:৫১:০৮ PM

Print this E-mail this


বাবুগঞ্জে টিচার্স ক্লাবের ভবন উদ্বোধন ও শিক্ষকদের সম্মাননা প্রদান

বাবুগঞ্জ প্রতিনিধিঃ: আমেরিকার বিশিষ্ট লেখক ও বক্তা জয়েস মেয়ার বলেছেন,”শিক্ষকরা চক এবং চ্যালেঞ্জের সঠিক মিশ্রণে জীবন পরিবর্তন করতে পারেন”। এমন জীবন পরিবর্তনকারী ১৯ জন অবসরপ্রাপ্ত গুনিজন শিক্ষকদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানিয়েছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব। এসময় আবেগাপ্লুত হয়ে পরে সংবর্ধিত শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুম মিলনায়তনে এ আয়োজন করে বাবুগঞ্জ টিচার্স ক্লাব। টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহে আলম এর সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভার্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আঃ হালিম, বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, ঝালকাঠি পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট মোঃ মুজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ঢাকার উপ-পরিচালক ও ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট এস এম সফিউল্লাহ, ইসলামী ব্যাংক চরফ্যাশন শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মেজবাউল আমিন, কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনজুর রহমান, পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসহাক, বাবুগঞ্জ টিচার্স ক্লাবের জমিদাতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক নূর-ই-কারিমা, কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এইচ এম শাহজাহান এবং বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ সুজনের সম্পাদক আরিফ আহমেদ মুন্না। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের মাল (সাবেক অধ্যক্ষ, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসা) এবং মোহাম্মদ আব্দুল সালাম (সাবেক প্রধান শিক্ষক, সিংহেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

অনুষ্ঠানে বক্তরা বলেন, “শিক্ষক জাতির মেরুদণ্ড। সেই শিক্ষকদের সম্মান জানানোই আমাদের দায়িত্ব। শিক্ষকদের স্বপ্নপূরণে সবাইকে পাশে থাকতে হবে। মানবিক গুণাবলি শিক্ষকের কাছ থেকেই আসে। প্রত্যেক মানুষের জীবনে একজন প্রিয় শিক্ষক থাকেন, যিনি মনে দাগ কাটেন, জীবন আলোকিত করেন। আজকের আয়োজন সেই প্রিয় শিক্ষকদের জন্য।”শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ভরে ওঠে আবেগ, ভালোবাসা ও কৃতজ্ঞতায়। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, শুভেচ্ছা ও সম্মান প্রদানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবন ও কর্ম উদযাপন করা হয়।

এর আগে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পাশেই বাবুগঞ্জ টিচার্স ক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ টিচার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts