বাবুগঞ্জে ছাত্র মৈত্রীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জে ছাত্র মৈত্রীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৮:০৮:১১ অপরাহ্ন

Print this E-mail this


বাবুগঞ্জে ছাত্র মৈত্রীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ “সন্ত্রাস সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ বিরোধী লড়াই অব্যহত রাখো, জন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলো” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের গৌরবোজ্জল বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ১১ টায় বাংলাদেশ ছাত্রমৈত্রী কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী বাবুগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ। বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুল করিম ঋতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক হাসানুর রহমান খান পান্নু, বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর সাবেক নেতা সোহেল রানা, বরিশাল জেলা ছাত্র মৈত্রীর সভাপতি রাসেল পাইক, সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী ,বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর সাবেক নেতা রুবেল সরদার, সোহেল মাহমুদ ,সুমন হোসেন, বাবুগঞ্জ ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাসান, ছাত্রমৈত্রী নেতা রেজাউল ইসলাম রাফি, রাকিব সরদার, সাফি হাসান, সজল হোসেন, কাইয়ুম হোসেন, গাজী শোয়েব হাসান, ওমর ফারুক শুভ, ইমন হোসেন নোমান হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রমৈত্রীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রমৈত্রী ১৯৮০ সালের এই দিনে যাত্রা শুরু করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts