বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বিনামূল্যে শতাধীক রোগীর চোখের ছানি, নেত্র নালী অপারেশন ও ৪ শতাধীক রোগী চোখের চিকিৎসা পেয়েছে। তাদের বিনামূল্যে ঔষধ ও চশমার ব্যবস্থা করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জের কৃতি সন্তান শিল্পপতি আলহাজ্ব মামুন খান এর ব্যক্তিগত উদ্যোগে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীকে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার দিনভর উপজেলার মাধবপাশা মোসলেম আলী খান মডেল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এসব চিকিৎসা দেওয়া হয়। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ইউনিকল বিডি এর ব্যবস্থাপনা পরিচালক মামুন খান এর আগেও এলাকায় ফ্রী চিকিৎসা সেবা, ভ্যান বিতরণের মাধ্যমে বেকারত্ব দূরকরাসহ বিভিন্ন মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে প্রসংশা কুড়িয়েছেন। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে স্থানীয়ভাবে সকলের আস্থা অর্জন করেছেন বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা। আলহাজ্ব মামুন খান বলেন, আমি প্রচারের উদ্দেশ্যে সামাজিক ও মানবিক কাজ করি না। একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য কষ্টে অর্জিত টাকায় আমি যথা সম্ভব মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ আমাকে ভালো রেখেছেন সেই দায়বদ্ধতা থেকে এলাকার পিছিয়ে পরা মানুষের পাশে দাঁড়াতে ছুটে আসি। আগামীতে মাসে ২/১ বার ডাক্তার বসিয়ে ফ্রী চিকিৎসা দেওয়ার চিন্তা রয়েছে। সবার আগ্রহ থাকলে আমি চেষ্টা করবো অন্তত আমার এলাকার সবাই চিকিৎসা সেবাটা বিনামূল্যে পায়। তিনি সকলের কাছে তার ও পরিবারের সকলের জন্য দোয়া কামনা করে ভবিষ্যতে সবসময় মানব সেবা করার অঙ্গিকার করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নিহত
বাজারে সয়াবিন তেলের ‘সংকট’, বিক্রি হচ্ছে বাড়তি দামে
ঝালকাঠিতে আরও একটি মামলায় ব্যারিষ্টার শাহজাহান ওমর জেল হাজতে