| ৩ December ২০২৫ Wednesday ৭:৩৬:১১ PM | |

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের ঢাকা-বরিশাল মহাসড়কে এ দাবিতে ঘন্টা ব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ ।
এই কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, (ইউএনও) ফারুক আহমেদ এই উপজেলায় যোগদানের পর থেকে সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন। দিন-রাত নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করেছেন। তিনি ভূমিহীন, অসহায়,হতদরিদ্রদের পাশে সরকারি অর্থ ও নিজস্ব অর্থ দিয়ে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন মানুষদের। তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।
অসাধারণ গুণের অধিকারী ইউএনও ফারুক আহমেদকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা। বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেয় বক্তারা। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান,সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রহমাতুল্লাহ,জাহাঙ্গীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু,বিমানবন্দহ প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য দেয়। মানববন্ধন শেষে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে ফারুক আহমেদকে বদলি করা হয়। এরপর থেকেই স্থানীয় জনগণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবি করছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


