বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

৭ September ২০২৫ Sunday ৯:৪০:২৯ PM

Print this E-mail this


বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় জাহাঙ্গীর নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলতাফ মোমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু।

বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক সিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মৃদুল ও রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ।এসময় আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন সরদার, রাসেল মল্লিক, রাকিব সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন— “স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু স্বেচ্ছাসেবক দল তা কঠোরভাবে প্রতিহত করবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts