বাবার গোপন কথা ফাঁস করলেন ববি দেওল!

বাবার গোপন কথা ফাঁস করলেন ববি দেওল!

বাবার গোপন কথা ফাঁস করলেন ববি দেওল!

ধর্মেন্দ্র একবার তার এক ভক্তকে প্রচণ্ড মারধর করার পর আবার নিজ হাতে তাকে দুধ পান করিয়েছিলেন—ববি দেওলের মুখে উঠে এল সেই বিরল অভিজ্ঞতার কথা।

সাক্ষাৎকারে ববি দেওল জানান, ঘটনাটি তার ছোটবেলার। সেই সময় তাদের বাড়িতে প্রায়শই একজন ভক্ত ধর্মেন্দ্রর সঙ্গে দেখা করার চেষ্টা করতেন। একদিন সেই ভক্ত হুট করে বাড়িতে এসে ধর্মেন্দ্রকে দেখে তার পায়ের কাছে গিয়ে খুব জোরে চিৎকার করতে শুরু করেন।

ঘটনার সময় ধর্মেন্দ্র তার নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এই অপ্রত্যাশিত এবং উচ্চ চিৎকারে তার ঘুম ভেঙে যায় এবং তিনি ভীষণ বিরক্ত হন। উত্তেজিত ধর্মেন্দ্র ঘর থেকে বেরিয়ে এসে ওই ভক্তকে রীতিমতো মারধর শুরু করেন। 

বাবার এমন রুদ্ররূপ দেখে ছোট ববি দেওল খুব ভয় পেয়েছিলেন। তার মনে প্রশ্ন জেগেছিল—‘বাবা কেন এমন করছেন?’ ববি পরে বুঝতে পারেন, তার বাবা সব সময়ই তার পরিবারকে রক্ষা করার ব্যাপারে অত্যন্ত কড়া।

তবে ঘটনার সমাপ্তি এখানেই নয়। মারধরের পর যখন ধর্মেন্দ্র শান্ত হলেন, তখন নিজের কাজের জন্য তার অনুশোচনা হয়। সঙ্গে সঙ্গেই তিনি সেই লোকটিকে বসতে দেন এবং তাকে গ্লাস ভরে দুধ এনে খেতে দেন।

ববি দেওল জানান, নিজের হাতে সেই লোকটিকে দুধ পান করিয়ে ধর্মেন্দ্র তাকে বোঝান যে তার এমন চিৎকার করা উচিৎ হয়নি।

Explore More Districts