বান্দরবানে সড়ক থেকে নারীর লাশ উদ্ধার

বান্দরবানে সড়ক থেকে নারীর লাশ উদ্ধার
বান্দরবানে সড়ক থেকে নারীর লাশ উদ্ধার

বান্দরবান-কেরানী হাট সড়কের উপর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বান্দরবান-কেরানীহাট সড়কের ৪নং সুয়ালক ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের লম্বা রাস্তা এলাকা থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম তেয়বা সুলতানা(২৭),তিনি বান্দরবান পৌরসভার বালাঘাটার ছৈয়দ আহমদের স্ত্রী।

সুত্রে জানা যায়,লোহাগাড়া থেকে মাহিন্দ্রা টেক্সি করে করে বান্দরবানে স্বামীর বাড়ি যাচ্ছিল নিহত তেয়বা সুলতানা, কিন্তুু রাতের অন্ধকারে কিভাবে এই দুর্ঘটনা ঘটে কেউ দেখতে পায়নি।

বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা এস আই গোবিন্দ জানান, ঘটনাস্থল থেকে নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে নিহত নারীর লাশ উদ্ধার হলেও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।

Explore More Districts