বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে চলছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২। আজ ২৭ জুন (সোমবার) বিকালে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় বান্দরবান সদর উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল।
এই বিষয়ে আরও
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়নের জি-২আই ক্যাপ্টেন নাঈম পারভেজ। এসময় রিজিয়নের সেনা কর্মকর্তা ও জেলার ক্রিড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রথম সেমিফাইনাল খেলায় নিদিষ্ট সময়ে ১-১ গোলে সমান হওয়ায় ট্রাইবেকার দেন রেফারি, আর ট্রাইবেকারে আলীকদম উপজেলা ৩-২ গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।
প্রসঙ্গত, গত ২৪ জুন বর্ণাঢ্য আয়োজনে জেলা স্টেডিয়ামে বান্দরবান রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় আর এবারের টুর্ণামেন্টে সর্বমোট আটটি দল অংশগ্রহণ করছে।