বানিয়াচংয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হলো স্ত্রী – Habiganj News

বানিয়াচংয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হলো স্ত্রী – Habiganj News

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গত ১১ আগষ্ট রবিবার গভীর রাত ১২ আগষ্ট (সোমবার) এলাকার প্রভাবশালী দূর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রান হারান মিনারা বেগম(৪২)নামের এক ৫ সন্তানের জননী।

জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
দূর্বত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন স্বামী হাবিবুর রহমান।
নিহত মহিলার রয়েছে ৫টি সন্তান রয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, প্রতিদিনের ন্যায় তারা তাদের ২বছরের এক সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।
কিন্তু দিনের বেলা দূর্বত্তরা হুমকি দিয়ে যায় হাবিবুর রহমানকে প্রানে হত্যা করার জন্য।
এই ভয়ে স্বামীর জায়গায় তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন এবং স্ত্রী ঘুমের জায়গায় তার স্বামীকে ঘুমাতে দিয়েছিলেন।
আর এদিকে দূর্বত্তরা হাবিবুর রহমানকে লক্ষ্য করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এসময় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে যান স্বামী ও স্বজনগন।
পরে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করা হলে তারা রাতেই সিলেট নিয়ে যান। এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয়।

পরে সেখানে তার স্ত্রীর লাশের ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে আজ ১৪ আগষ্ট(বুধবার)দুপুরের দিকে এ্যাম্বুলেন্স যোগে লাশটি বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর নিকট নিয়ে আসেন।

এসময় স্বামী অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের প্রেরন করেন সেনাবাহিনীর নিকট।
অভিযোগ দায়েরের পর এমনটাই সাংবাদিকদের নিকট বর্ননা করছিলেন স্বামী ও লাশের সাথে আসা আত্বীয় স্বজন।

এছাড়াও তারা জানান,এই ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীকে এই বিষয়টি অবগত করেছিলেন তারা।
এদিকে সেনাবাহিনীকে অবগত করার পর গতকাল ১৩ আগষ্ট (মঙ্গলবার) সেনাবাহিনী ঘটনাস্থল
পরিদর্শন করেন। এবং যেই ঘরটিতে দূর্বত্তরা ঘটনাটি ঘটিয়েছে এই ঘরটি তারা জব্দ করে এসেছেন বলেও জানিয়েছেন।
পরে গ্রামের বাড়িতে লাশটি নিয়ে যান এবং এশারের নামাজের পর জানাজা নামাজ শেষে এলাকাবাসীর কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে আত্মীয় সূত্র নিশ্চিত করেন।

Explore More Districts