বানিয়াচংয়ে দৈনিক শায়েস্তাগঞ্জের বানী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – Habiganj News

বানিয়াচংয়ে দৈনিক শায়েস্তাগঞ্জের বানী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – Habiganj News

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

– Advertisement –

হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক শায়েস্তাগঞ্জের বানীর ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর ) বিকাল ৪ ঘটিকার সময় বানিয়াচং প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় দৈনিক শায়েস্তাগঞ্জের বাণীর বানিয়াচং প্রতিনিধি সাব্বির চৌধুরী সোহাগ এর সঞ্চালনায়। সভাপতিত্ব করেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাজিল (ডিগ্রি) আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন,দৈনিক শায়েস্তাগঞ্জের বাণীর স্টাফ রিপোর্টার আকিকুর রহমান রুমন, শিক্ষক শামায়ূন,প্রভাষক বদরুল আলম।

এসময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর রেজা, শাহ্ সুমন, সুজন মিয়া, এস কে রাজ , হৃদয় হাসান, এনায়েত হোসেন। আরোও উপস্থিত ছিলেন উপজেলা (সিএ) এফ আর রুবেল,শিক্ষক ইফতেখার আহমেদ, জাকির হোসেন প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথিগণ দৈনিক শায়েস্তাগঞ্জের বাণীর মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা জানিয়ে সৎ ও সাহসী সাংবাদিকতার অগ্রদূত হওয়ার জন্য শায়েস্তাগঞ্জের বানীর সাংবাদিক ও সম্পাদকের প্রতি আহবান জানিয়েছেন।

– Advertisement –

Explore More Districts