দিলোয়ার হোসাইন: ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক এডভোকেট রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষভাবে বানিয়াচং উপজেলার জুলাই আন্দোলনের শহীদ নয়জনের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় তারেক রহমানের পক্ষ থেকে। শহীদ পরিবারের সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক সহযোগিতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন।
এ সময় ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার একা নয়। বিএনপি সবসময় তাদের পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে শহীদ ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বানিয়াচংয়ে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে হাসাইন, তোফাজ্জল, আকিনুর, আনাস, মোজাক্কির, ছাদিকুল, নয়ন, সোহেল আখঞ্জি ও আশরাফুল শহীদ হন এবং শতাধিক আন্দোলনকারী আহত হন।