বানিয়াচংয়ের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। – Habiganj News

বানিয়াচংয়ের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। – Habiganj News

দি‌লোয়ার হোসাইন : হবিগঞ্জের বানিয়াচংয়ের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

 

(১৪ ডিসেম্বর) রবিবার সন্ধার পর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি তদন্ত মো: কবির হোসেন, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমেদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তার হোসেন আলহাদী ,অর্থ সম্পাদক দিলোয়ার হোসাইন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।

গত ৮ ডিসেম্বর বানিয়াচং থানায় আমি নতুন যোগদান করেছি। বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই বানিয়াচংয়ের আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি।

বানিয়াচংয়ের আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বানিয়াচংয়ে ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতার কামনা করছি।

Explore More Districts