বানারীপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যানেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক : ৩ মাস ধরে বন্ধ প্রসূতির সিজারিয়ান অপারেশন !
২১ February ২০২৫ Friday ১১:৩৫:২৫ AM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
মাতৃ প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করা বরিশালের বানারীপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় গত প্রায় ৩ মাস ধরে প্রসূতির সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। অনেস্থেসিয়ার পাশাপাশি গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পদটিও শূণ্য হওয়ার ফলে প্রসূতির সিজারিয়ান অপারেশনসহ চিকিৎসাসেবা চরমভাবে ব্যহত হচ্ছে। জানা গেছে,গত বছরের নভেম্বর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থেসিয়া (অবস) ডা. মো.আমিনুর রহমান বদলী হয়ে যান। ফলে সেই থেকে প্রায় ৩ মাস ধরে প্রসূতির সিজারিয়ানসহ সবধরণের জটিল অপারেশন বন্ধ রয়েছে। এছাড়া গত সপ্তাহে জুনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা.ইসরাত শারমিন অন্যত্র বদলী হয়ে যাওয়ায় প্রসূতি চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেসিয়া ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রসূতি রোগীরা চিকিৎসা সেবা পেতে বানারীপাড়া,পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলা ও বরিশাল শহরের প্রাইভেট ক্লিনিকমুখী হচ্ছেন। আবার অনেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাসেবা নিচ্ছেন। এতে রোগীদের অধিক চিকিৎসা ব্যয় বহনসহ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র রোগীদের ভোগান্তীর শেষ নেই। হাসপাতাল সুত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩জন প্রসূতির সিজারিয়ান অপারেশন ও ৬৩১ জনের নরমাল ডেলিভারী হয়েছে। এ এক বছরের মধ্যে দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপারেশন করা সম্ভব হয়নি। তা না হলে সিজারিয়ান অপারেশন দ্বিগুনেরও বেশী হত। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.ফকরুল ইসলাম মৃধা বলেন, প্রসূতি রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘœ করতে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেসিয়া ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা প্রয়োজন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়:আতঙ্কে জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ
ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যে আমরা কাজ করছি: চরমোনাই পীর
শেবাচিমে কমপ্লিট শাটডাউনের মধ্যে চার শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
বরিশালে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের মধ্যে উত্তেজনা, বৈঠকে সমাধান