বানারীপাড়ায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ভাতিজা সৈয়দ আনোয়ারুল আমিন খোকন আর নেই

বানারীপাড়ায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ভাতিজা সৈয়দ আনোয়ারুল আমিন খোকন আর নেই

২১ February ২০২৫ Friday ১১:৩৮:৩৫ AM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ 

বানারীপাড়ায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ভাতিজা সৈয়দ আনোয়ারুল আমিন খোকন আর নেই

বরিশালের বানারীপাড়ায় জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের বড় ভাইয়ের ছেলে সাবেক ঠিকাদার সৈয়দ আনোয়ারুল আমিন খোকন (৭৫) আর নেই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল বিশ্ববিদ্যালয়:আতঙ্কে জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ

ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যে আমরা কাজ করছি: চরমোনাই পীর

শেবাচিমে কমপ্লিট শাটডাউনের মধ্যে চার শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা 

বরিশালে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের মধ্যে উত্তেজনা, বৈঠকে সমাধান

Explore More Districts