বানারীপাড়ায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব
২৯ January ২০২৫ Wednesday ৪:০৮:৩৭ PM
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মোঃ
আক্তারুজ্জামান বিপ্লব উপজেলার ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে সহকারি অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান বিপ্লবকে উপজেলার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়। একই পত্রে মো. জাকির হোসেনকে অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রধান শিক্ষক মো. সেলিম মিয়াকে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী সহকারি অধ্যাপক মো. আক্তারুজ্জামান বিপ্লব ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটির সভাপতি হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা
বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বরিশালে তিনদিনের ব্যবধানে দিঘি ও ডাস্টবিনে মিলল লা*শে*র আরও ২ খণ্ড