বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু 

বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু 

২০ April ২০২৫ Sunday ৯:১৯:৫১ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বানারীপাড়ায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু 

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালাপ্রসাদ গ্রামে ধানের বস্তার নিচে চাপা পড়ে  আল মাহমুদ নামের

আড়াই বছরের এক শিশুর  মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো.রাসেলের ছেলে।

জানাগেছে  শনিবার ( ১৯ এপ্রিল) দুপুরে জমি থেকে মাড়াই করা  বস্তায় ভরা ধান বাবার সঙ্গে বাড়িতে নিয়ে আসার সময়ে ঠেলাগাড়ি উল্টে শিশুটি বস্তার নিচে চাপা পড়ে,। শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। রবিবার ( ২০ এপ্রিল) সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। শিশু পুত্রকে হারিয়ে মা বাবার কান্না আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts