বানারীপাড়ায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ;হাফেজ শামীম হাসান সভাপতি ক্বারী  নাসির আহমেদ সম্পাদক

বানারীপাড়ায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ;হাফেজ শামীম হাসান সভাপতি ক্বারী  নাসির আহমেদ সম্পাদক

১৭ February ২০২৫ Monday ১০:৩০:৩১ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ;হাফেজ শামীম হাসান সভাপতি ক্বারী  নাসির আহমেদ সম্পাদক

“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায়  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখার যুব সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি হাফেজ ওয়ালিউল্লাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শামীম হাসানের  সঞ্চালনায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বানারীপাড়া উপজেলা শাখা কার্যালয়ে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. সোলাইমান । প্রধান বক্তা  ছিলেন ইসলামী  আন্দোলন বাংলাদেশ’র বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বানারীপাড়া পৌর শাখার সভাপতি মোঃ জালিস মাহমুদ মৃধা ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম । এছাড়াও যুব আন্দোলনের নেতা হাফেজ তরিকুল ইসলাম, ক্বারী নাসির আহমেদ, মুফতি ইমদাদুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে হাফেজ মুহাম্মাদ শামীম হাসানকে সভাপতি,হাফেজ মুহাম্মাদ তরিকুল ইসলামকে সহ-সভাপতি ও ক্বারী মোঃ নাসির আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন করা হয়। এদিকে উপজেলা ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে বানারীপাড়া উপজেলা ও পৌর ইসলামী আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল শের-ই-বাংলা মেডিকেল শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

ববির ৪২ শিক্ষার্থীর নামে মামলা, সাক্ষী ভিসিসহ কর্মকর্তারা

ভালোবাসা দিবসে চাই বায়বীয় ভালোবাসা!

‘বৈষম্যবিরোধীর’ মামলা আসামি আন্দোলনকারীরাও

প্রেসক্লাবের সামনে আ’লীগের লিফলেট বিতরণ

Explore More Districts