বানারীপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার আর নেই

বানারীপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার আর নেই

৪ November ২০২৪ Monday ১১:৪৬:৩৫ PM

Print this E-mail this


রাহাদ সুমন.বিশেষ প্রতিনিধি॥ 

বানারীপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার আর নেই

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার (৫৯) সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শিরিণা আক্তার বানারীপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিম মন্টু হাজারীর স্ত্রী। তিনি এর আগে বানারীপাড়ায় ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টায় বানারীপাড়া পৌর শহরের হাজারী বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে আনসার ও ভিডিপির বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি,সহকারী জেলা কমান্ড্যান্ট নাওশীন শারিকা,বানারীপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান,উপজেলা প্রশিক্ষক সাইফুর রহমান প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

বরিশালসহ ২১ জেলায় ঘনঘন লোডশেডিং, জনজীবনে অস্থিরতা

ক্ষতিপূরণ পাবে পরিবার, ববি শিক্ষার্থী মাইশার নামে হচ্ছে ফুটওভার ব্রিজ

জেলহত্যা দিবস উপলক্ষে শেখ হাসিনার বিবৃতি

বরিশালসহ ৯ জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত

Explore More Districts