বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ৭:৩৫:৪৯ অপরাহ্ন

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় অগ্নিকান্ডে বন্দর বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে বন্দর বাজারের কামারপট্টিতে অগ্নিকান্ডের খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার পূর্বেই সুধীর কর্মকার,গণেশ কর্মকার ও ঝালাইকার কৃষকান্ত রায়ের মেশিন ও মালপত্রসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের রোদেলা শপিং মল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক টাকার মত হবে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আগুনের লেলিহান শিখা বন্দর বাজারে ছড়িয়ে পড়ে আরও বড় ধরণের ক্ষতির কারন হতে পারতো। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান চোকদার বন্দর বাজারের কামারপট্টির টিন-কাঠের এ মার্কেটের মালিক। এদিকে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার ও থানার ওসি মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। ইউএনও এসময় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না: যুক্তরাষ্ট্র

বরিশালে ৩৫ প্রার্থীর ২৫ জনেরই জামানত বাজেয়াপ্ত!

বঙ্গবন্ধুর ভাগ্নে হাসানাতকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন মেনন

বরিশাল বিভাগে ভোট পড়েছে ৪২.৫৩ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল

Explore More Districts