বানারীপাড়ায় ‘অখন্ড’ উপজেলা রাখার দাবীতে ইলুহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বানারীপাড়ায় ‘অখন্ড’ উপজেলা রাখার দাবীতে ইলুহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

২৪ February ২০২৫ Monday ৬:৪৫:৪১ PM

Print this E-mail this


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় ‘অখন্ড’ উপজেলা রাখার দাবীতে ইলুহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রস্তাবিত পিরোজপুরের বৈঠাকাটা উপজেলার সঙ্গে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ও বিশারকান্দি ইউনিয়ন অর্ন্তভূ্িক্তর অপচেষ্টার প্রতিবাদে এবং অখন্ড উপজেলা রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের হাজারো মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউর রহমান,বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুনিরুল ইসলাম,পশ্চিম মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল-আমিন ও রাবেয়া খাতুন,ইলুহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরু, বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্রনেতা আশিক আহমেদ. ইলুহার ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ইউডিসি উদ্যোক্তা মাহাতাব উদ্দিন প্রমুখ। বক্তারা এসময় অভিবক্ত বাংলার মূখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাসেম ফজলূল হকসহ বহু জ্ঞানী-গুনীর স্মৃতিধন্য পূণ্যভূমি  এবং ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ বানারীপাড়া উপজেলাকে খন্ডিত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,অবিলম্বে এ অপতৎপরতা বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালণ করা হবে। প্রসঙ্গত, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের বৈঠাকাটা একটি বাজারের নাম। নাজিরপুর উপজেলার ৩টি,বানারীপাড়ার দুটি ও স্বরূপকাঠি উপজেলার একটি ইউনিয়নের সমন্বয়ে এ বৈঠাকাটা বাজারকে উপজেলায় রূপান্তরের চেষ্টা চলছে। জানা গেছে,গত ১৬ ফেব্রুয়ারী  জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম এ প্রস্তাব উত্থাপন করেন। ওই সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বৈঠাকাটা উপজেলা গঠনের সার্বিক যৌক্তিকতা তুলে ধরেন। এর আগে ৯ ফেব্রুয়ারী জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও অনুরূপ প্রস্তাব তুলে ধরা হয়। ফলে পিরোজপুর  জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয়  সভায় বৈঠাকাটা উপজেলা গঠনের সম্ভাব্যতা ও জনমত যাচাইয়ের জন্য জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার ইলুহার ও বিশারকান্দি ইউনিয়নসহ দলমত,শ্রেণী-পেশা,ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা বানারীপাড়া উপজেলাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ অপচেষ্টা রূখে দিতে অনেকেই আদালতে রিট (মামলা) দায়ের করারও হুশিয়ারী দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ধর্ষকের বিচার দাবীতে উত্তাল বরিশাল

গত ৬৫ ঘন্টায় ৭২ ধর্ষণ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা 

‘আমি ষড়যন্ত্রের শিকার’: বিএনপি নেত্রী শিরিন

তৈরি হচ্ছে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা

Explore More Districts