বাড়ি ফেরার পথে অপহরণ, মাদারীপুরে নিখোঁজ ববি শিক্ষার্থী উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণ, মাদারীপুরে নিখোঁজ ববি শিক্ষার্থী উদ্ধার

২৪ June ২০২৫ Tuesday ২:৪৭:০২ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

বাড়ি ফেরার পথে অপহরণ, মাদারীপুরে নিখোঁজ ববি শিক্ষার্থী উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: আসাদ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মাদারিপুরে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একদল দুর্বৃত্ত। পরে মুক্তিপণ না পেয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে আসাদকে  ছেড়ে দেয় তারা।

ভুক্তভোগী  মো. আসাদ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদের বড় চাচার মৃত্যুতে তিনি সোমবার ভোরে বরিশাল থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মাদারিপুরে বাস থেকে নেমে ঝিনাইদহগামী গাড়ির সন্ধান করছিলেন, এমন সময় একটি মাইক্রোবাস তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে উঠিয়ে নেয়।

পরে অপহরণকারীরা ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হওয়ার পর  বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তারা দ্রুত মাদারিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে। প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরণকারীরা মোবাইল ও মানিব্যাগ রেখে আসাদকে ছেড়ে দেয়।

এ বিষয়ে আসাদের সহপাঠী রাফিদ হাসান জানান, আসাদের চাচা মারা যাওয়ায় ও আজ ভোরের দিকে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে এই ঘটনার শিকার হন।

আসাদের বাবা বলেন, আসাদের বড় চাচা গতকাল রাতে মারা যাওয়ায় আজকে ভোরে বাড়ি আসার পথে মাদারিপুর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে ওর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দিয়েছে। পরে অন্য একটি বাসে করে আসাদ বাড়ি ফিরছে বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদাহ বাড়ি যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সাথে সাথে মাদারিপুর পুলিশকে কল করি। শিক্ষার্থী এখন নিরাপদে আছে সে বাড়ি ফিরতেছে শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা হয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts