বাজার কাঁপাতে আসছে Vivo S20 সিরিজ, রইল ফিচার

বাজার কাঁপাতে আসছে Vivo S20 সিরিজ, রইল ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো শীঘ্রই তাদের Vivo S20 সিরিজ চীনে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Vivo S20 এবং Vivo S20 Pro মতো দুটি 5জি স্মার্টফোন পেশ করা হতে পারে। এই মাসের শেষের দিকে এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

Vivo S20

এবার লঞ্চের আগেই গীকবেঞ্চ ওয়েবসাইটে ভ্যানিলা মডেল Vivo S20 ফোনটি দেখা গেছে। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Vivo S20 এর গীকবেঞ্চ লিস্টিং
* গীকবেঞ্চ সাইটে ভিভোর আপকামিং ফোনটি V2429A মডেল নাম্বার সহ দেখা গেছে। এই মডেল নাম্বার Vivo S20 ফোনের বলে মনে করা হচ্ছে। কারণ 3সি সার্টিফিকেশন সাইটেও একই মডেল নাম্বার দেখা গিয়েছিল।

* বেঞ্চমার্ক লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 1222 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 3417 স্কোর পেয়েছে। অন্যদিকে ভিভো এস19 ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 920 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 3414 স্কোর পেয়েছিল।

* ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

* লিস্টিং অনুযায়ী ফোনটিতে 14.9 জিবি অর্থাৎ প্রায় 16 জিবি RAM সহ পেশ করা হবে। তবে লঞ্চের সময় আরও অপশন যোগ করা হতে পারে।

* ফোনের চিপসেট সেকশনে ‘ক্রো’ লেখা রয়েছে, এটি আগের মডেলের মতোই এবং এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হয়েছিল।

* আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Vivo S20 ফোনে SoC দেওয়া হবে।

* এই চিপসেট 1.80GHz চার কোর, 2.40GHz 3 কোর এবং 2.63GHz একটি সিঙ্গেল কোর রয়েছে।

Vivo S20 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo S20 ফোনে 2800 X 1260 পিক্সেল রেজোলিউশন এবং 1073.74 মিলিয়ন কালার ডেপ্থ সহ 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের এস19 মডেলে 6.78 ইঞ্চির প্যানেল দেওয়া হয়েছিল।

প্রসেসর: আগের এস19 মডেলের মতোই এই ফোনেও স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।

স্টোরেজ: ফোনটি 8GB/12GB/16GB RAM এবং 128GB/256GB/512GB/1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।

ব্যাটারি: ভিভো নতুন ফোনে 90W ওয়্যার চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আগের মডেলে 80W চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

ক্যামেরা: Vivo S20 ফোনের ব্যাক প্যানেলে 50MP + 8MP ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফি জন্য ফোনে 50MP লেন্স দেওয়া হতে পারে।

ভেঙে যাচ্ছে সংগীতশিল্পী এ আর রহমানের সংসার

সিকিউরিটি: ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হতে পারে।

Explore More Districts