বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফেনীতে বাজারে গিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলা সদর উপজেলার ফাজিলপুর এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মো. নুরুজ্জামান (৭০)। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের ওবাইদুল হকের ছেলে। পেশায় তিনি কৃষক। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যাত্রীও আহত হয়েছেন। তাঁদের একজন মোটরসাইকেলচালক মোহাম্মদ মেহেদী (২২)। তিনিও ফাজিলপুরের বাসিন্দা। তবে আহত অপর যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

Explore More Districts