বাজারে হঠাৎ বাড়ল পেঁয়াজের দাম!

বাজারে হঠাৎ বাড়ল পেঁয়াজের দাম!

বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ভারত ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি করবে না। এমন সংবাদ গণমাধ্যমে আসতে না আসতেই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে রপ্তানি বন্ধের খবর জানায় ভারত। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকার বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধির খবর জানা গেছে।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, সকালে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত,  এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে। তবে সন্ধ্যার পর থেকেই ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজি ১৭০ থেকে ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা খবর পেয়ে পেঁয়াজ কিনতে বাজারে আসা এক ক্রেতা বলেন, সন্ধ্যার দিকেই দেখেছি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, তখনই বুঝতে পারলাম দেশে পেঁয়াজের দাম বেড়ে যাবে। তাই বাজারে চলে আসলাম পেঁয়াজ কিনতে। কিন্তু এসে দেখি আমি আসার আগেই দাম বেড়ে গেছে। ভারত আজ ঘোষণা দিয়েছে, তাই বলে আজই দাম বেড়ে যাবে?

ভারত তাদের দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে। এ খবর সন্ধ্যার মধ্যেই পৌঁছে যায় সাধারণ ব্যবসায়ীদের কানে। এরপরই নিজ নিজ অবস্থান থেকে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, ভারত থেকে বেশি দামেই পেঁয়াজ আনতে হচ্ছে, যার কারণে পেঁয়াজের দাম বেশি। এদিকে আবার শুনেছি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে, তাহলে পেঁয়াজের বাজারে আরও অস্থিরতা তৈরি হওয়াটাই স্বাভাবিক।

Explore More Districts