চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আইন শৃংখলার ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই – সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলার কমিশনার( ভুমি) জবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ তানভির হাসান, হাজীগঞ্জ থানা ওসি (তদন্ত) রাজিব শর্মা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ রিসোর্স সেন্টারের ইনিক্টটর রাশেদা আতিক রুোজি।
উক্ত সভায় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে, চুরি, মাদক, ড্রেজার, ইভটিজিং ও রাতের বেলায় ইউনিয়ন পর্যায়ের বাজার গুলোতে রাত ১০টার পর থেকে চায়ের দোকান বন্ধ রাখাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এসময় সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৩ অক্টোবর ২০২৫