রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ইউনিয়ন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) বিকাল ৫টায় বাঙালহালিয়ার বাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত কাজ চলমান আছে। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি বাজারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করতো। তীব্রতাপদাহে অসুস্থ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এমজে/সিটিজিনিউজ