আজ পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩০। সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়ি উপজেলায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন বাঘাইছড়ির আয়োজনে সর্বস্থরের জনসাধারণ, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাবেত হয়।
নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে আরও
কাচালং সরকারি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সসঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিথিদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বাঘাইছড়িবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে পহেলা বৈশাখ আরো ঝাকঝমক পূর্ণ আয়োজনের মাধ্যমে উদযাপনের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে যুব শিল্পী গোষ্ঠী ও উপজেলা শিল্পীকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।