বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাটে অভিভাবকদের সাথে শিক্ষা বিষয়ক সভা



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ২:১৬ অপরাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটের কচুয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) উপজেলার বাধাল বাজার ব্রাঞ্চের উদ্যোগে গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় পাঠদান কেন্দ্রে সভা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা পিরোজপুর জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস।

এসময় বক্তব্যদেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন, আশা বাধাল বাজার ব্রাঞ্চের সিনিয়র বিএম মো. জসিমউদ্দীন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক পরিমল কুমার মন্ডল,  প্রদীপ কুমার মন্ডল এবং শিক্ষা সুপারভাইজার মো. রনি শেখ,সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম।

সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয়ে ১৯২টি শিক্ষা কেন্দ্র রয়েছে।

সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৫৫৩ জনসহ সব মিলিয়ে প্রায় ৬ লাখ ১৮ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।

বক্তারা আরও বলেন, আশা ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের সকল জেলায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

সংস্থাটি ২০১১ সাল থেকে শিশু থেকে ২য় শ্রেণি, ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এম এস।

Explore More Districts