বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

‘ডাইরেক্ট অ্যাকশনের’ দাবিতে বিক্ষোভ

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে কচুয়াবাসী



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক,

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর লাগাতার গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আর এম আকাশ, রাকিব শেখ, লিমন শেখ, লিংকন, আব্দুল্লাহ ছাদ, আরমান, রাকিব তালুকদার, উৎসব দাস, সাকিব, ফাহাদ, রিমন, সিয়াম প্রমুখ।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের ইসরাইল বিরোধী স্লোগানে মুখর উত্তাল হয়ে ওঠে পুরো কচুয়া । তারা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই,ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়,বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই,নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন,  ইসরায়েলের লাগাতার বিমান হামলা ও গণহত্যা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে বক্তারা মন্তব্য করেন। তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষদের উপর নির্বিচারে বোমা বর্ষণ করে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। এই দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে এখনই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও নির্লিপ্ততা এই গণহত্যাকে প্রশ্রয় দিচ্ছে। এখন সময় এসেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

তারা সরাসরি ‘ডাইরেক্ট অ্যাকশন’-এর দাবি জানিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে শুধু কথার প্রতিবাদ যথেষ্ট নয়, প্রয়োজন শক্ত প্রতিরোধ। বিশ্ব বিবেক জাগ্রত না হলে এই হত্যাযজ্ঞ আরও ভয়াবহ রূপ নিতে পারে। বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তির জন্য বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে দ্রুত এবং একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

Explore More Districts