বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

গাজায় গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে সাধারণ মুসাল্লির বিক্ষোভ



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসাল্লিরা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাগেরহাটের প্রাণকেন্দ্র দরগা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরগা মোড়ে গিয়ে পথসভায় শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দর ঘনা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মোঃ হাফেজ মাওলানা ইয়াসিন আরাফ, মাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ খালিদ আহামেদ, মোঃ সিমায় শেখ ফাহাদ হোসেন, সাকিব মোল্লা, মো ইয়ামিন, শেখ হুসাইন, মিনহাজ মোল্লা
ফোরকান হওলাদার প্রমূখ্য

বিক্ষোভকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানান। তারা বলেন, “আমার ভাই মরলো কেন?জাতিসংঘ, জবাব চাই!” এছাড়া “ফিলিস্তিনে গণহত্যা—বন্ধ করো করতে হবে”, “ইসরায়েলের মসনদ—ভেঙে দাও, ঘুরিয়ে দাও”, “ইহুদিদের কালো হাত—ভেঙে দাও, ঘুরিয়ে দাও”, “ইসরায়েলি পণ্য—বয়কট, বয়কট” ইত্যাদি স্লোগানে বাগেরহাটের রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

বক্তারা বলেন, মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। তারা ভারত ও আমেরিকার সমর্থনপুষ্ট ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানান এবং গাজায় নিরীহ মানুষের ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবি তোলেন।

বিক্ষোভ শেষে মুসাল্লিরা গাজার শহীদদের জন্য দোয়া করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন। এবং বিশেষ মুনাজাত করা হয়।

Explore More Districts