বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাটে শুরু হচ্ছে এনডিএফ বিডি ১ম জেলা বিতর্ক উৎসব ২০২৫



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক,

বিতর্কশিল্পের বিকাশ ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আগামী ১৭ জানুয়ারি, ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “এনডিএফ বিডি ১ম বাগেরহাট জেলা বিতর্ক উৎসব ২০২৫”। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ দিনব্যাপী উৎসবের মূল আয়োজক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), যারা দীর্ঘ ২২ বছর ধরে সারাদেশে বিতর্কচর্চার প্রসারে কাজ করে আসছে।

উৎসবের প্রতিপাদ্য “যুক্তির আলোয় মুক্তির জয়গান”। এতে বাগেরহাট জেলার নয়টি উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় পাঁচশত বিতর্কপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী এবং দেশসেরা বিতার্কিকেরা অংশগ্রহণ করবেন।

উৎসবের প্রধান কার্যক্রম: বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী পর্ব, প্রদর্শনী শিশু বিতর্ক, প্লানচেট ডিবেট, পেশাজীবি বিতর্ক, সনাতনী বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, English Public Speaking প্রতিযোগিতা সংসদীয় বিতর্ক, বিতর্ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ।

রেজিস্ট্রেশন লিংক: উৎসবে অংশগ্রহণে আগ্রহীরা এখনই রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/XiAcp7L1yrDo63y56 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আলাদা রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/1FFdOERhhjITn3YWNvB4VUlaH95R_w2TCVsRQRGKip-k/viewform অংশগ্রহণকারীদের জন্য: এই আয়োজনের মাধ্যমে বিতর্কশিল্পের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীরা যুক্তিবাদী মনোভাব এবং নেতৃত্বদানের দক্ষতা অর্জনের দারুণ সুযোগ পাবেন। সময় বয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন!

Explore More Districts