বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

ভিবিডির কর্মশালা : স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক:

সমতায় তারুণ্য, নাগরিক সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বাগেরহাটের রামপালে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর আয়োজনে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রামপাল সরকারি কলেজে আয়োজিত এ কর্মশালায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল যুব নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দেওয়া।

কর্মশালায় ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ থাকার কৌশলসহ ভলেন্টিয়ার ফর বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আব্দুল আলীম ও আলিমুল হক মুন্না। এছাড়া, স্বেচ্ছাসেবী হিসেবে মোহাম্মদ তাহিম ও শুভজিৎ সাহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাইবার নিরাপত্তা ও সচেতনতার বার্তা

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, এটি সমাজের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

“তরুণদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। ডিজিটাল জগতে নিরাপদ থাকতে হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সচেতনতার বিকল্প নেই,” —বক্তারা।

স্বেচ্ছাসেবকরা এই প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল জগতে নিরাপদ থাকার কৌশল শিখেছেন এবং তা সমাজে প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন।

বাগেরহাটের ছয় উপজেলায় কর্মশালা

এই প্রশিক্ষণে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের বাগেরহাট জেলার মানবসম্পদ কর্মকর্তা আলিমুল হক মুন্না ও বাগেরহাট জেলা সভাপতি মো. আব্দুল আলীম প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলার চিতলমারী, ফকিরহাট, মোংলা, মোল্লাহাট, রামপাল ও শরণখোলার ছয়টি উপজেলায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তরুণ স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, সচেতন ও দক্ষ করে তোলার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তার বিষয়ে আরও সংবেদনশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ।

 এম, এস।

Explore More Districts