ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার ইলেকট্রিক শক দেয়া চেয়ার
বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন /
০

হাসিনার ইলেকট্রিক শক দেয়া চেয়ার।
এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেক্ট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই-এর কাউন্টার টেরোরিজম ইন্টিলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত।