বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন /
০

নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ণ পরিষদ চত্বর থেকে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময়, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, গ্রাম আদালত, বাগেরহাট জেলা ব্যবস্থাপক এ্যাড. তৌফিকুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার প্রমুখ।
বক্তারা বিবাদ নিরসনে, স্থানীয় শালীস মিমাংসা ও থানায় মামলা না করে গ্রাম আদালতে যাওয়ার পরামর্শ দেন। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে গ্রাম আদালতের উপকারিতা বিষয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।