বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

বালিকা বিভাগে কচুয়া, বালক বিভাগে বাগেরহাট সদর চ্যাম্পিয়ণ

তারুণ্যের উৎসব অনূর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১:২২ পূর্বাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাটে তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি)  বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে এই খেলা অনুষ্টিত হয়।ফাইনাল ম্যাচে বালিকা বিভাগে মোংলা ও কচুয়া উপজেলা প্রতিদ্বন্দীতা করে। নির্ধারিত সময়ে কোন দল বিজয়ী না হওয়ায়, খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪-২ গোলে মোংলাকে পরাজিত করে কচুয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালক বিভাগে  বাগেরহাট সদর উপজেলা রামপাল উপজেলাকে ২-০ শূন্য গোলে পরাজিত করে। খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল খান, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাদ্দাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Explore More Districts