কচুয়া মঘিয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে খেজুর বিজ বপন কর্মসূচি
বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন /
০

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের খেজুরের বিজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, গ্রামীণ অর্থনীতির সম্ভাবনা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি জনাব এস এম এ যুবায়ের রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আরমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক আব্দুল্লাহ আল নাসিম, মঘিয়া পশ্চিম শাখার সভাপতি বাইজিদ হোসেন, সেক্রেটারি নুরুল ইসলাম, শেখ আরাফাতসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেজুর গাছ শুধু সুস্বাদু ও পুষ্টিকর ফলই দেয় না, এটি গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করে। শীতকালে খেজুরের রস থেকে গুড় উৎপাদন স্থানীয় মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া, গাছ রোপণ পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করে।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই কর্মসূচি শুধুমাত্র মঘিয়া ইউনিয়নেই সীমাবদ্ধ থাকবে না; ধীরে ধীরে কচুয়া উপজেলার অন্যান্য গ্রামেও খেজুর গাছের বীজ বপন ও চারা রোপণ কার্যক্রম চালু করা হবে। তারা আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যেই এসব গাছ গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহ সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।